রাজনীতি

ছাত্রশিবিরের কর্মীরা যোগ্যতা দিয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে

ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মী তার যোগ্যতার সর্বোচ্চ দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

Advertisement

শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর পল্লবির ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন একটি সময় পার করছি, যখন দেশের প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত সংগঠন, যা জাতিকে আলোর পথ দেখানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

সংগঠনটির মহানগর পশ্চিম শাখার সেক্রেটারি হাফেজ আবু তাহেরের সঞ্চালনায় ও সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এবং ঢাকা অঞ্চল পশ্চিমের তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ।

Advertisement

এছাড়া শাখার অন্যান্য নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

এএএম/এমএইচআর/এমএস