দেশজুড়ে

ঝরনায় ছবি তুলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় ছবি তুলতে গিয়ে মুসফিকুর রহমান আদনান (২১) ও মাহবুব রহমান মুত্তাকিম (২১) নামের দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (৪ অক্টোবর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনায় এ ঘটনা ঘটে।

মুসফিকুর রহমান আদনান ঢাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও মাদারীপুর জেলার চাষাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে। মাহবুব রহমান মুত্তাকিম নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও লক্ষীপুর জেলার মৃত মোহাম্মদ মুরাদের ছেলে।

মিরসরাই ফারার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, বড়দারোগাহাট এলাকায় রুপসী ঝরনায় পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

ঝরনায় ঘুরতে আসা মুসফিকুর রমমান আদনানের খালতো ভাই আফিফুর রহমান বলেন, আমার ভাই ও এলাকার এক ছোট ভাইসহ ১৪ জন রূপসী ঝরনায় ঘুরতে আসি। একপর্যায়ে ঝরনায় ছবি তোলার সময় মুত্তাকিম (২১) পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গেলে আদনানও সেখানে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজির পর দুজনের মরদেহ উদ্ধার করে।

নিজামপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. মমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম

Advertisement