অর্থনীতি

আয়কর আইন পর্যালোচনা: ৭ সদস্যের টাস্কফোর্স গঠন এনবিআরের

আয়কর আইন ২০২৩ পর্যালোচনা করতে একটি টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এই টাস্কফোর্সের প্রধান।

Advertisement

সাত সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স আয়কর আইনটি পর্যালোচনা করবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

টাস্কফোর্সের কর্ম পরিধির বিষয়ে বলা হয়েছে, এই টাস্কফোর্স আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পর্যালোচনা, প্রয়োজনীয় সংস্কার, প্রয়োগ পর্যালোচনা ও সংস্কার, বিদ্যমান কর ব্যয়গুলো পর্যালোচনা ও সংস্কার, সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় এবং আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিল করবেন। এছাড়া ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির করদাতাদের সঙ্গে বৈঠকও করবে এনবিআরের টাস্কফোর্স। মাঠের অভিজ্ঞতা শুনতেই এই মতামত নেওয়া হবে।

আরও পড়ুন ব্যবসায়ীদের তোপে এনবিআর, করজাল বাড়ানোর দাবি

২০২৩ সালের জুন মাস থেকে দেশে নতুন আয়কর আইন চালু করা হয়। এর আগে করব্যবস্থা ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ভিত্তিতে চলেছে। নতুন আইনে রিটার্ন জমা, করপোরেট কর, কর কর্মকর্তাদের ক্ষমতা ইত্যাদি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। আয়কর আইনের অনেক ধারা নিয়ে বিভিন্ন সময়ে আপত্তি তুলেছে ব্যবসায়ীরা।

Advertisement

এসএম/এসআইটি/জিকেএস