খেলাধুলা

বাবাকে ধন্যবাদ জানিয়ে হঠাৎ অবসর ঘোষণা পাকিস্তানি স্পিনারের

৩১ বছর বয়সে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের লেগস্পিনার উসমান কাদির। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আবদুল কাদিরের ছেলের এমন সিদ্ধান্ত অনেককেই হতবাক করেছে। কারণ দেশকে দেয়ার মতো অনেক কিছু ছিল তার।

Advertisement

৩ অক্টোবর, বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন উসমান কাদির। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বিশাল পোস্ট শেয়ার করে উসমান অবসরের ঘোষণা করেছেন।

উসমান কাদির পাকিস্তানের হয়ে ২৫ টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২৫টি টি-টোয়েন্টিতে তিনি মোট ৩১ উইকেট নিয়েছেন। পাকিস্তানের হয়ে তার শেষ ম্যাচ ছিল ৭ অক্টোবর ২০২৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে। সম্প্রতি অনুষ্ঠিত ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে ডলফিনের হয়ে খেলতে দেখা গেছে তাকে।

উসমান কাদির সোশ্যাল মিডিয়ায় তার অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আজ, আমি পাকিস্তান ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। এবং এই অবিশ্বাস্য যাত্রার সমাপ্তি করছি। সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য একটি বিশাল সম্মানের বিষয়। আমি আমার কোচ এবং সতীর্থদের সমর্থনের জন্য কৃতজ্ঞ যারা আমার সঙ্গে প্রতিটি পদক্ষেপে রয়েছে।’

Advertisement

তিনি আরও লিখেছেন, ‘অবিস্মরণীয় জয় থেকে শুরু করে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি, প্রতিটি মুহূর্ত আমার ক্যারিয়ারকে নতুন রূপ দিয়েছে এবং আমার জীবনকে সমৃদ্ধ করেছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ সেই অনুরাগী ভক্তদের কাছে যারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। আপনাদের অটুট সমর্থন আমার কাছে অনেক বড় বিষয়।’

অবশেষে বাবাকে স্মরণ করে উসমান কাদির লিখেছেন, ‘এই নতুন অধ্যায়ে পা রেখে, আমি আমার বাবার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাব, ক্রিকেটের প্রতি আমার ভালবাসা এবং তিনি আমাকে যে শিক্ষা দিয়েছিলেন তা গ্রহণ করব। আমি আমার সঙ্গে পাকিস্তান ক্রিকেটের চেতনা এবং আমরা এক সঙ্গে তৈরি হওয়া সুন্দর স্মৃতি বহন করব। সবকিছুর জন্য বাবা আপনাকে ধন্যবাদ।’

সম্প্রতি উসমান জাতীয় দল থেকে বাদ পড়ার জন্য পিসিবির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর মোহাম্মদ হাফিজকে দায়ী করেন। একটি স্থানীয় ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে, উসমান দাবি করেন যে সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন আফ্রিদি তাকে ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের জন্য নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু হাফিজ তাতে বাগড়া দেন।

এমএমআর/জিকেএস

Advertisement