যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের মিলনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
Advertisement
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের মিলনের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, জমি দখল, লুটপাটসহ আরও একাধিক অভিযোগ রয়েছে। তবে প্রভাবশালী দলের জেলা সভাপতি থাকায় ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পাননি।
Advertisement
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের কঠোর আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টিটি/এমএএইচ/