জাতীয়

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা নুর গ্রেফতার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নগরের পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর আহমেদ সিদ্দিককে (৪৬) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ।

গতকাল বুধবার দিনগত রাত পৌন ১০টা দিকে নগরীর পাথরঘাটা এলাকার নজু মিয়া লেন থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুর আহমেদ সিদ্দিক নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটার ১ নম্বর হাজী নজু মিয়া লেন এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

Advertisement

জানা গেছে, নুর আহমেদ সিদ্দিক ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি। তিনি ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পুলক খাস্তগীরের সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

এএজেড/এমকেআর/জেআইএম