বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে গঠিত কমিটির বিভিন্ন পদক্ষেপের ফলে নির্বাচন ভবনে বিদ্যুৎ খরচ কমেছে। গত জুন মাসের তুলনায় পরের মাসগুলোতে বিদ্যুতের ব্যবহার কমেছে গড়ে প্রায় এক-তৃতীয়াংশ। ফলে কমেছে খরচও।
Advertisement
বৃহস্পতিবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আরও পড়ুনজ্বালানি সরবরাহ অব্যাহত ও দাম সহনীয় রাখার চেষ্টা করবে সরকারনিয়ম-নীতির বাইরে সীমান্তে ভারতকে ছাড় দেবো না: বিজিবি মহাপরিচালকনির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমের দিকনির্দেশনায় নির্বাচন ভবনে বিদ্যুৎ সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া সচিবের নির্দেশনায় নির্বাচন ভবনে কোনো বোতলজাত পানি ব্যবহার করা হচ্ছে না। মিটিং রুমসহ সব কক্ষে জগ-গ্লাসের মাধ্যমে খাবার পানি দেওয়া হচ্ছে। এতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি কমছে পরিবেশের ক্ষতি।
Advertisement
এমওএস/কেএসআর/জেআইএম