জাতীয়

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভিসির সাক্ষাৎ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেবিচক সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Advertisement

এসময় বৈঠকে এভিয়েশন খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের কারিকুলাম তৈরি, সময়োপযোগী প্রশিক্ষণ কোর্স পরিচালনা এবং এভিয়েশন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে দুই প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিষয়ের ওপর সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়। দুই প্রতিষ্ঠান ভবিষ্যতে নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী, যা বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এয়ার কমডোর মো. মইনুল হাসনাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এমএমএ/এমকেআর/জেআইএম