জাতীয়

ছাত্র আন্দোলনে হামলার ইন্ধনদাতা ও চাঁদাবাজ সুলতান গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ইন্ধনদাতা ও চাঁদাবাজ ইমরান হোসেন ওরফে সুলতানকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকা থেকে তাকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, তুরাগ থানায় বৃন্দাবন পূজা মার্কেটে স্টাইলস কিচেন রেস্টুরেন্টের মালিক মেহেদী হাসানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ অক্টোবর একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ২০ সেপ্টেম্বর রাতে বাসায় ফেরার পথে কিছু লোক তার গাড়ি থামিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এই এলাকায় রেস্টুরেন্ট চালাতে দেবে না বলে হুমকি দেন।

পর দিন গত ২১ সেপ্টেম্বর রাত ১১টার পর কাজ শেষে ব্যক্তিগত প্রাইভেটকারে বাসায় ফেরার সময় উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন লোক অটোরিকশা দিয়ে গাড়ির গতিরোধ করে তার ওপর হামলা করে আহত করে। এসময় রেস্টুরেন্ট ম্যানেজারের হাতে থাকা আংটি ছিনিয়ে নেয়।

Advertisement

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ইমরান হোসেন ওরফে সুলতানকে গ্রেফতার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতার সুলতানের বিরুদ্ধে উত্তরা ১৭ নম্বরের বৃন্দাবন ও আশপাশের এলাকায় অবৈধভাবে রাজউকের জমিতে বস্তিঘর তৈরি করে অতিরিক্ত ভাড়া আদায়, বস্তিঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে ইচ্ছেমতো বিল আদায়, নিজেই গভীর নলকূপ বসিয়ে বস্তিতে পানি সংযোগ দিয়ে অর্থ আদায়, অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের গ্যারেজ যেখানে অবৈধভাবে ব্যাটারি চার্জ দেওয়া এবং রাজউকের জমিতে অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।

গ্রেফতার সুলতানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ইন্ধন দেওয়ার অভিযোগে আরও একটি মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানার মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমকেআর/জিকেএস

Advertisement