খেলাধুলা

নাঘোসা মুন্সিবাড়ি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মাগুরার শালিখা উপজেলার নাঘোসা মুন্সিবাড়ি ১ম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ। নুরুল ইসলাম বাদশা চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত ফাইনালে মুখোমুখি হবে নাঘোসা পশ্চিমপাড়া ফুটবল একাদশ বনাম ইনভিজিবলস্ ব্রাদার্স তালখড়ি।

Advertisement

ফাইনালে মুখোমুখি দুই দলে খেলবেন দেশ এবং বিদেশের তারকা খেলোয়াড়রা। জমজমাট এই ফাইনাল দেখতে উপস্থিত হবেন বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার দর্শক।

আইএইচএস/

Advertisement