নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Advertisement
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশেই। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সেই আসর সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি।
২০১৪ সালের পর বিশ্বকাপে আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার ভালো কিছু করে দেখাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ একাদশসাথী রানী, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার।
Advertisement
স্কটল্যান্ড একাদশসাসকিয়া হরলে, সারা ব্রিসে, ক্যাথরিন ব্রিসে (অধিনায়ক), এলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডারসে কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথেরিন ফ্রেসার, রাচেল স্ল্যাটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।
এমএমআর/জিকেএস