চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনোমিক জোনের অদূরে একটি পাহাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। ধারণা করছি, কয়েকদিন আগে মারা গেছেন তিনি।’
ওসি জানান, মরদেহের সুরতহাল শেষে মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে মরদেহের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
Advertisement
এএজেড/জেএইচ/জিকেএস