খেলাধুলা

মুশফিক-থারাঙ্গার জন্য গাজী গ্রুপের বিশেষ পরিকল্পনা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম তিন রাউন্ডের ম্যাচে দুটি করে জয়ে পেয়ে সমান চার পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের। শুক্রবার তাই নিজেদের ছাড়িয়ে যাবার লড়াইয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোকাবেলা করবে দলদুটি। তবে দুর্দান্ত ফর্মে রয়েছেন মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিম ও শ্রীলংকান ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে শুরুতেই ফিরিয়ে দিতে চায় গাজী গ্রুপ। তাদের নিয়েই দ্রুতই বিশেষ পরিকল্পনা করবেন বলে জানালেন তাদের ওপেনার শামসুর রহমান শুভ। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করতে আসে গাজী গ্রুপ। এ সময় শুভ বলেন, ‘আমাদেরদলীয় মিটিং এখনও হয়নি। অনুশীলন শেষে আমরা তাদের সকল খেলোয়াড় নিয়ে আলোচনা করবো। অবশ্যই আমাদের একটা পরিকল্পনা থাকবে। আমরা যদি ভালো খেলতে পারি আমার মনেহয় আমরা জিততে পারবো। একই সময়ে মোহামেডান খুব ভালো ফর্মে আছে। বিশেষ করে মুশফিক ও থারাঙ্গা। আমারতো মনে হয় এই দুজনকে দ্রুত আউট করতে পারলে ফলটা আমাদের দিকেই আসবে।’ এবারের লিগে ব্যাটিংটা ভালো করলেও বোলিং ভালো করতে পারছেনা গাজী গ্রুপ।  বিশেষ করে মাঝের ওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন তারা। এ নিয়ে অসন্তুষ্ট দলের কোচ সালাউদ্দিনও। তাই এ নিয়ে বাড়তি কাজ করছেন বলে জানান শুভ। খুব শীঘ্রই বোলাররা ফর্মে ফিরে আসবেন বলেও আশা করেন তিনি। ‘আমরা আমাদের স্পিন বিভাগ থেকে ওই রকম ফল পাইনি। তবে খেলোয়াড়রা অনেক পরিশ্রম করছে। বাড়তি কাজ করছে কোচের সাথে। আশা করি তারা খুব দ্রুতই ফর্মে ফিরবে। তবে মূল বোলার অফফর্মে থাকলে টিম কম্বিনেশনটা একটু কঠিন হয়ে যায়। একজন বেশি ব্যাটসম্যান বা বোলার খেলানো নিয়ে সমস্যা হয়। তবে কোচ এদের নিয়ে কাজ করে যাচ্ছে।’ আরটি/আরআর/পিআর

Advertisement