সাহিত্য

ভাগ-বাটোয়ারা

চলছে ইবির প্রশাসনে পদ-পদবি ফোরামভিত্তিক ভাগ-বাটোয়ারা,কেউ বলছে সংখ্যায় আমরা বেশিওই পদটি কে দাবিদার আমরা ছাড়া?

Advertisement

কেউ বলছে যাতনা সয়ে বেঁচে আছি বিশ বছরে পাইনি কোনো পদ-পজিশন,এখন পদের আশায় দৌড়াতে গিয়ে বেড়ে যাচ্ছে প্রেশার আর টেনশন!

কেউ বলছে ফোরাম নয় যোগ্যতাযেন পদ-পদবি বণ্টনে মাপকাঠি হয়,বেখেয়ালে করি না যেন কারো হক নষ্ট হাশরের শেষ বিচারকে সবে করি ভয়!

প্রক্টর, ছাত্র উপদেষ্টা, হল প্রশাসনযদি থাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে,শিক্ষার্থীদের টেনশন পাবে হ্রাস প্রশাসন এগিয়ে যাবে অনায়াসে।

Advertisement

আদ্যোপান্ত ভেবে-চিন্তে সিদ্ধান্ত হবে কারো পরামর্শেই হঠাৎ করে নয়,যেন প্রভাতকালেই অদল-বদলেরহোঁচট খেয়ে বদহজম না হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরমূল স্পিরিটকে রাখতে হবে ধরে,কখনো কিন্তু সরে যাওয়া যাবে নাশহীদের রক্তের সঙ্গে বেঈমানি করে!

এসইউ/জিকেএস

Advertisement