দেশজুড়ে

নাশকতার মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে উপজেলার বোয়ালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নাশকতা, বিস্ফোরক নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে করা দুটি মামলায় সাদেকুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এরআগে খালিয়াজুরী সদরের মঈনুল হাসান বিকন বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর এবং একই উপজেলার জিয়ানগর গ্রামের আলী হাসান চৌধুরী ৩০ সেপ্টেম্বর থানায় মামলা দুটি করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল তালুকদার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এইচ এম কামাল/এসআর/জিকেএস