ভ্রমণ

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো খৈয়াছড়া ঝরনা

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের পর শুক্রবার (৪ অক্টোবর) পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।

Advertisement

এর আগে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে পর্যটক নিহত হওয়ার পরদিন শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝরনায় পর্যটকদের সুরক্ষা নিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পাথর সরানোর জন্য খৈয়াছড়া ঝরনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার (২ অক্টোবর) দুপুরে ঝরনা সংস্কার, নিরাপত্তা, পরিবেশ দূষণ রোধ, মূল্য তালিকা টাঙানো, পর্যটকদের হয়রানি রোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিতে ক্রমে আগামী শুক্রবার থেকে খৈয়াছড়া ঝরনা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন সৌন্দর্যের আড়ালে মৃত্যুফাঁদ, নির্দেশনা মানেন না পর্যটকরা আইফোন ১৬ এর দামে ঘুরতে পারবেন যেসব দেশে

এ সময় উপস্থিত ছিলেন করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ, চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম, বিট কর্মকর্তা মো. মামুন, হোটেল মালিক ও টুরিস্ট গাইড ও স্থানীয় জনগণ।

Advertisement

চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর পর ঝরনায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।’

ঝুঁকিপূর্ণ পাথর অপসারণ শেষে আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে খৈয়াছড়া ঝরনা পর্যটকদের জন্য আবার পুরোদমে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএমডি/জেএমএস/এএসএম

Advertisement