দেশজুড়ে

ভাঙচুর-চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের চার নেতা কারাগারে

চট্টগ্রামের মিরসরাইয়ে দোকান ভাঙচুর, চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের দুলাল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও উপজেলা ছাত্রলীগের সদস্য সাইফুর রহমান সম্রাট।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গত ৫ আগস্ট বারইয়ারহাট পৌরবাজারের এমজেএইচ ফল বিতানে ভাঙচুর, লুটপাটের অভিযোগ দোকানমালিক একটি মামলা করেন। ওই মামলায় আনোয়ার হোসেন ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

মিরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় আবু তাহের ও সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/এসআর/জিকেএস