রাজধানীর তেজগাঁও এলাকা হতে অপহৃত এক ব্যক্তিকে ৪দিন পর আশুলিয়া থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার গভীর রাতে অপহরণের ঘটনায় সাথে জড়িত মো.মিজান শেখকে (৩৫) আশুলিয়ার আউপাড়া আরশিনগর এলাকা থেকে আটক করেছে র্যাব-২।অপহৃতের নাম সোহাগ (৩০)। গত ২১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও এলাকার তেজতুরি বাজার হতে অপহরণের শিকার হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর উপ-পরিচালক মারুফ আহমেদ।তিনি জাগোনিউজকে জানান, ২১ ডিসেম্বর খোকন নামে এক ব্যক্তি র্যাব-২ কার্যালয়ে অভিযোগ করেন তার ছেলে সোহাগ (৩০)কে ১৯ ডিসেম্বর তেজতুরি বাজার হতে অপহৃত হয়েছেন। এরপর মোবাইলফোনে ছেলের মুক্তির জন্য ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা।এ ঘটনায় র্যাব-২ এর একটি আভিযানিক দল অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ব্যক্তিকে উদ্ধারের উদ্দেশ্যে অভিযান শুরু করে। র্যাব প্রযুক্তি ব্যবহারে জানতে পারে অপহরণকারীরা অপহৃত ব্যক্তিকে আশুলিয়া এলাকায় আটক করে রেখেছে।এ খবরে সোমবার গভীর রাতে আশুলিয়ার আউপাড়া আরশিনগর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মো.মিজান শেখকে হাতেনাতে আটক এবং অপহৃত সোহাগকে উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহৃত সোহাগ র্যাবকে জানায়, মিজান (৩৫),শফিকুল (৩০) এবং কানছনি বেগম (৪২) এর সাথে একত্রে জায়গা জমি সংক্রান্ত ব্যবসা রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিভিন্ন লেনদেন নিয়ে সোহাগের সাথে অংশিদারদের বিরোধ ছিল। এরই সূত্র ধরে পরিকল্পনা সোহাগকে অন্যান্য অংশিদারেরা অপহরণ করে।
Advertisement