সোশ্যাল মিডিয়া

আজহারী দেশে ফেরায় সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস

ইসলামি স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী দেশে ফিরেছেন। ২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে তিনি এ বিষয়ে একটি স্টাটাস দেন ফেসবুকে। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।

Advertisement

মাওলানা মিজানুর রহমান আজহারী সাড়ে ৪ বছর পর দেশে ফিরেছেন। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

মিজানুর রহমান আজহারী তার স্টাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।’

পোস্ট দেওয়ার মাত্র ১৩ মিনিটে ২২ হাজার মানুষ পোস্টটি শেয়ার করেন। এ ছাড়া পোস্টটিতে ৫০ হাজার মানুষ কমেন্টস করেন। এমনকি ১ লাখ ৯১ হাজার মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন দেশে ফেরা নিয়ে ড. ইউনূসকে যা বললেন তসলিমা  এই ছবির প্রকৃত কাহিনি জানালেন নেটিজেনরা 

কমেন্টসে মুনিয়া বাশার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ প্রিয় শায়েখ। অনেক ভালো লাগলো শুনে। আপনার জন্য আমরা পুরো বাংলাদেশ অপেক্ষা করছিলাম। দেশের সম্পদ দেশে ফিরেছেন। অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল আপনার ও পরিবারের জন্য। হুজুর দোয়া করি, আপনার অর্জিত ইসলামিক জ্ঞানের আলো পুরো দেশবাসীর জীবনের ওপর প্রভাবিত হোক।’

সামিরা সুলতানা পরি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক। আল্লাহ যেন আপনাকে সব সময় সুস্থ রাখেন এই দোয়া করি। আমিন।’

স্বাগতম জানিয়ে মাওলানা কারী মুসতাক আহমেদ লিখেছেন, ‘মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজ মাতৃভূমিতে আপনাকে স্বাগতম।’

এসইউ/জিকেএস

Advertisement