ক্যাম্পাস

ইবির নতুন প্রক্টর শাহীনুজ্জামান, আইআইইআর পরিচালক ইকবাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শাহীনুজ্জামান। তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) পদে নতুন নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসেন। তিনি আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

মুনজুরুল ইসলাম/এসআর/জিকেএস

Advertisement