খেলাধুলা

‘বাংলাদেশে মানসম্পন্ন স্পিনার কমে গেছে’

টেস্ট ক্রিকেটে হাতেখড়ি পাওয়ার পর থেকেই বাংলাদেশের বোলিংয়ের মূল অস্ত্র ছিল স্পিন বোলিং। বিশেষ করে বাঁহাতি স্পিন। মোহাম্মদ রফিক ও এনামুল হক মনিরাই ছিলেন ভরসা। তাদের বিদায়ের পর বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন আব্দুর রাজ্জাক, এরপর সাকিব-সানিরা। কিন্তু গত বছর থেকেই স্পিনারদের দাপট আর চোখে পড়ছে না। মুস্তাফিজ-তাসকিনদের মত তরুণ পেসারদের আগমনের পর কোথায় যেন হারিয়ে গেছে স্পিনাররা। ‘এখন আর সেই মানের স্পিনার নেই’, অনেকটা আক্ষেপ করেই বললেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচ সালাউদ্দিন। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দায়িত্ব নিয়েছেন সালাউদ্দিন। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করতে আসে তারা। এ সময় স্পিনারদের নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি মানসম্পন্ন স্পিনারের সংখ্যা অনেক কমে গেছে। আগে হয়তো উইকেট থেকে সুবিধা পেতো। এখন স্পোর্টিং উইকেট তৈরি হচ্ছে, আপনি সাহায্য পাবেন না। এখন আপনাকে স্পিন করাতে হবে। ফ্লাইটে বৈচিত্র্যসহ অনেক কিছু করতে হবে। আমাদের মানসম্পন্ন স্পিনারের সংখ্যা অনেক কম।’ বরাবরই বাংলাদেশে স্পিনবান্ধব উইকেট তৈরি করা হলেও এবার স্পোর্টিং উইকেট তৈরি করেছে কর্তৃপক্ষ। তাই উইকেট থেকে কোন সুবিধা পাচ্ছেন না স্পিনাররা। এমন উইকেটে কিভাবে বল করতে তা তার দলের কোন স্পিনারই জানেননা বলে জানান সালাউদ্দিন। ‘আমাদের দলে মানসম্পন্ন স্পিনার না থাকায় তারা কন্ডিশন অনুযায়ী বল করতে পারছেন না। এই কন্ডিশনে কিভাবে বল করতে হবে সেটা জানা নেই তাদের। যে উইকেট খেলা হচ্ছে এখান থেকে সাহায্য আসবে না বা টার্ন থাকবে না।’ স্পিনার বাড়ানোর জন্য তাই আলাদা করে স্পেশাল ক্যাম্প করা উচিত বলে মনে করেন সালাউদ্দিন। সেখানে স্পিন বোলিং বৈচিত্র্যগুলো আর নিখুঁতভাবে শেখানো উচিত বলে জানান তিনি। ‘আমার মনেহয় এটার জন্য আলাদা স্পেশাল ক্যাম্প করা উচিত। স্পিনারের দিকে আরো একটি নজর দেয়া উচিত। স্পিনারদের যে কোয়ালিটি যেমন স্পিন করাতে হবে, ফ্লাইটে বৈচিত্র বা প্রচুর বল ঘুরাতে হবে। আপনাকে স্পিন করানোটা শিখতে হবে। আমার মনেহয় এসব ব্যাপারে জ্ঞানটা অনেক কম।’ এছাড়াও পেসার হান্টের মত স্পিনার হান্টও করা যেতে পারে বলে মনে করেন সালাউদ্দিন। পাশাপাশি স্পিনারদের জন্য আলাদা কোচ নিয়োগ করা যেতে পারে বলে জানান এ কোচ। ‘পেসার হান্টের মতো স্পিনার হান্ট করলেও ভালো। আমাদের এখানে সব সময় পেস বোলারদের জন্য বিদেশি কোচ নিয়ে আসা হয়। স্পিনারদের জন্য কোনো আলাদা কোচ নিয়ে এসে তাদের যদি যত্ন নেয়া হয় আমি মনে করি জিনিসটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে।’ আরটি/আরআর/এবিএস

Advertisement