বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে (৩৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।
Advertisement
বুধবার (২ অক্টোবর) দুপুরে জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. নূরুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, বান্দরবান পৌরসভার ক্যায়াংয়ের মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, প্রাণনাশের হুমকি, নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু তৈয়ব চৌধুরীসহ ৩৮ জনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা করেন হাবিব আল মাহমুদ। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে র্যাবের অভিযানে আটক হন এ সাবেক যুবলীগ নেতা। আটকের পর দুপুরে আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালতের পুলিশের পরিদর্শক রেজাউল করিম মজুমদার জানান, নাশকতা মামলায় আবু তৈয়ব চৌধুরী নামে এক ব্যক্তিকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
২০১১ সালে আবু তৈয়ব চৌধুরী বান্দরবান পৌর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টি ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে বান্দরবান সদর থানায় পাঁচটি মামলা করা হয়। এসব মামলার মধ্যে আবু তৈয়ব চৌধুরী চার মামলার আসামি।
নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস