আইসিসির টেস্ট বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বোলিং র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন ভারতীয় পেসার। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে দুইয়ে নামিয়ে বিশ্ব টেস্ট বোলারদের নেতৃত্ব হাতে নিয়েছেন বুমরাহ।
Advertisement
আর টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ক্যারিয়ারের নতুন সেরা অবস্থানে গেছেন ভারতের যসস্বি জয়সওয়াল। তিন নম্বরে উঠে এসেছেন ভারতীয় বাঁহাতি ওপেনার। শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট আর দ্বিতীয় স্থান দখলে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের।
কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট শিকার করেন বুমরাহ। এতেই সতীর্থ অশ্বিনকে পেছনে ফেলেন ডানহাতি পেসার। বাংলাদেশের বিপক্ষে খেলা এই টেস্টে ৭ উইকেটে জয় পায় ভারত।
কানপুরের গ্রিন পার্কে ৫ উইকেট শিকার করেন অশ্বিনও। যে কারণে শীর্ষস্থান হারালেও বেশি ব্যবধানে পিছিয়ে নেই ডানহাতি স্পিনার। শীর্ষে থাকা বুমরাহর চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছেন অশ্বিন। বুমরাহর রেটিং পয়েন্ট ৮৭০। আর অশ্বিনের পয়েন্ট ৮৬৯।
Advertisement
বোলিং র্যাংকিংয়ের ক্যারিয়ারসেরা অষ্টম স্থান দখল করেছেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়াসুরিয়া।
এমএইচ/জিকেএস