রাজনীতি

রংপুর-গাইবান্ধায়ও ত্রাণ দেবে বিএনপি: ডা. জাহিদ

বন্যাদুর্গত রংপুর-গাইবান্ধায়ও বিএনপি ত্রাণ বিতরণ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Advertisement

বুধবার (২ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরই শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে ১৩৭ জন শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে। সেই সঙ্গে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।

Advertisement

আরও পড়ুন ৮ কোটি যাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে, বাকি টাকা উত্তরবঙ্গে

এই বিএনপি নেতা আরও বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যেকোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ/জিকেএস

Advertisement