তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের চার্জার আসল নাকি নকল?

দিনের বেশিরভাগ সময়টাই কাটছে স্মার্টফোনে। স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয় চার্জ নিয়ে। সারাক্ষণ ফোন ব্যবহার করলেও চার্জ দিতে ভুলে যান। আবার চার্জে দিলেও চার্জ ঠিকমতো হচ্ছে না। নকল চার্জার ব্যবহার করেও অনেকে বিপদে পড়ছেন।

Advertisement

নকল চার্জার যেমন ফোনের ক্ষতি করছে তেমনি নানান দুর্ঘটনাও ঘটাতে পারে। বিস্ফোরণের মতো ঘটনারও নজির আছে। ফোনের আয়ু কমানোর জন্য দায়ী নকল চার্জার। এখন প্রশ্ন হলো চার্জার আসল নাকি নকল তা বুঝবেন কীভাবে। সহজ কিছু উপায়ে এটি বোঝা যায়। জেনে নিন সেসব-

ব্র্যান্ডিং ও লোগোআসল চার্জারের লোগো ও ব্র্যান্ডিং স্পষ্ট ও পরিষ্কার থাকে। নকল চার্জারে লোগো অস্পষ্ট হতে পারে।

আরও পড়ুন গরমে স্মার্টফোন বিস্ফোরণ ঠেকাতে যা করতে পারেন

প্যাকেজিংআসল চার্জার সাধারণত ভালো মানের প্যাকেজিংয়ে আসে। নকল পণ্য প্রায়ই নিম্নমানের প্যাকেজিংয়ে থাকে।

Advertisement

কেবলের গুণমানআসল চার্জারের কেবল সাধারণত শক্তিশালী এবং টেকসই হয়, যেখানে নকল চার্জারের কেবল কম মানের হয়।

চার্জিং স্পিডআসল চার্জার দ্রুত চার্জ করে, কিন্তু নকল চার্জার ধীর গতিতে চার্জ করতে পারে।

দামখুব কম দামে বিক্রি হলে তা নকল হতে পারে।

বাজারের নির্ভরযোগ্যতাকোনো নির্ভরযোগ্য দোকান বা বিক্রেতার মাধ্যমে কেনা উচিৎ।

Advertisement

পরীক্ষা করে দেখুনচার্জারটি ব্যবহার করে দেখুন, যদি তা নিরাপদ ও কার্যকরী মনে হয় তবে তা আসল হতে পারে।

আরও পড়ুন নতুন ফোন কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়ে ফোনের ডাটা দ্রুত ফুরিয়ে যাওয়া আটকাবেন যেভাবে

কেএসকে/এএসএম