খেলাধুলা

সাকিবের শূন্যতা যেভাবে পূরণ করতে চান তানজিম

সাকিবের শূন্যতা যেভাবে পূরণ করতে চান তানজিম

কানপুর টেস্ট শুরুর আগেরদিনই সাকিব আল হাসান ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। এর মধ্যে টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলে দিয়েছিলেন তিনি। গত বিশ্বকাপেই বাংলাদেশের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। এর অর্থ, ভারতের বিপক্ষে এবারের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই তিনি। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ।

Advertisement

৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে বাংলদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজে খেলার লক্ষ্যে আজই গোয়ালিয়রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের সদস্যরা।

বিমান বন্দরে যাওয়ার আগে মিরপুর একাডেমি প্রঙ্গণে মিডিয়ার সামনে কথা বলেন টি-টোয়েন্টি দলের অন্যতম পেসার তানজিম হাসান সাকিব। প্রসঙ্গক্রমে সাকিব আল হাসানের কথা শুরুতেই উঠেছিলো যে, তার শূন্যতা কিভাবে পূরণ করবে বাংলাদেশ?

জবাবে তানজিম হাসান সাকিব বলেন, ‘অবশ্যই মিস (সাকিব আল হাসানকে) করবে। সাকিব ভাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিতেন। আমরা ওই জায়গায় উনার শূন্যতা অনুভব করবো। আমরা চেষ্টা করবো টিম গেম খেলার মাধ্যমে যেন ওই শূন্যতা পূরণ করতে পারি।’

Advertisement

তানজিম হাসান সাকিব টি-টোয়েন্টিতে দারুণ ইফেক্টিভ বোলার। ভারতের মাটিতে খেলে আগামী আইপিএলে খেলার স্বপ্ন দেখেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন, আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতে থাকি, তাহলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলাদাভাবে আমি কখনোই টার্গেট করি না। আন্তর্জাতিক ম্যাচে যেন আমি আমার সর্বোচ্চ দিতে পারি। দলের জয়ে যেন আমাদের অবদান থাকে ওই দিকে ফোকাস থাকে। আর মূল ফোকাস থাকে যেন জিততে পারি। আন্তর্জাতিক ভালো খেললে ফ্র্যাঞ্চাইজি অটোমেটিক আসবে ওইটা নিয়ে আমি কখনও চিন্তা করি না।’

দীর্ঘিদিন ধরেই টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটাররা। কেমন প্রস্তুতি হলো? জানতে চাইলে সাকিব বলেন, ‘

আমরা এখানে অনেকদিন ধরে অনুশীলন করছি মিরপুরে আমরা যারা টি-টোয়েন্টিতে যাবো। প্রস্তুতির দিক থেকে আমরা ভালো প্রস্তুত আছে। সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে আমি বলবো। যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে।

আমি চেষ্টা করি যখনই যেখানে খেলবো, একদম সেরাটা যেন খেলতে পারি।’

Advertisement

ভারত সিরিজের নিজের পরিকল্পনার কথা জানিয়ে তানজিম সাকিব বলেন, ‘সামনে ভারত সিরিজ আছে, ওই জায়গায় আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অতীতে কী হয়েছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেবে অবশ্যই; কিন্তু এটা আমি ওরকম মনে রাখতে চাই না। ভবিষ্যতে কী আছে সেটাতে আমি বেশি ফোকাস করতে চাই। ভারত সিরিজে চেষ্টা করবো যেন নিজের সেরাটা দিতে পারি।’

আইএইচএস/