আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে কাউন্সিলর হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিয়া নাইম বিন্তি। তিনি দ্বিতীয় বিভাগ লিগের ক্লাব বিক্রমপুর কিংসের কাউন্সিলর হয়েছেন।
Advertisement
বিক্রমপুর কিংসের সাধারণ সম্পাদক সম্রাট মহিন তালুকদার জাগো নিউজকে জানিয়েছেন, ‘২০২২ সাল থেকে তাসমিয়া নাইম বিন্তি আমাদের ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এবার আমরা সর্বসম্মতিক্রমে তাকে বাফুফের আসন্ন নির্বাচনে কাউন্সিলর মনোনীত করেছি।’
প্রথমবার কাউন্সিলর হয়েই তিনি বাফুফের নির্বাচনে অংশ নেবেন বলে গুঞ্জন আছে ফুটবল পাড়ায়। তবে ক্লাবটির সাধারণ সম্পাদক সম্রাট মহিন তালুকদার বলেছেন, ‘তিনি নির্বাচন করলেতো ভালোই হবে। আমরাও চাচ্ছি।’
আগামী দু-তিন দিনের মধ্যেই বাফুফের নির্বাচনের কমিশন গঠন হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পরই বোঝা যাবে সাবেক সাধারণ সম্পাদকের স্ত্রী ভোটের লড়াইয়ে নামবেন কি না।
Advertisement
আরআই/আইএইচএস/