‘পলিথিন মুক্ত বাংলাদেশ চাই, দুষণ মুক্ত পরিবেশ চাই’ প্রতিপাদ্যে পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করতে নওগাঁয় মানববন্ধন হয়েছে।
Advertisement
মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ‘এ্যারোমা ইয়ুথ ওমেন অর্গানাইজেশন নওগাঁ’ ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
এ্যারোমা ইয়ুথ ওমেন অর্গানাইজেশন নওগাঁ’র সংগঠক ফাতেমা আক্তার সাবানার সভাপতিত্বে উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌস লতা, শাহনাজ পারভীন ও অনামিকা বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেয়।
Advertisement
বক্তারা বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। শাক-সবজি ও মাছ মাংস কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে পলিথিন ব্যবহার হচ্ছে। বিকল্প হিসেবে কাগজের ব্যাগ ব্যবহার হলেও পলিথিনে আমরা অভ্যস্থ। আগামী প্রজন্মকে রক্ষায় এবং বিভিন্ন রোগব্যাধি নিয়ন্ত্রণে এখনই উদ্যোগ নিয়ে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এতে সোনালী ঐতিহ্য ফিরে আসবে।
এএইচ/এমএস