শিক্ষা

চট্টগ্রাম কলেজে রাজনীতি নিষিদ্ধ

কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ।

Advertisement

মঙ্গলবার (১ অক্টোবর) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন চট্টগ্রাম কলেজে ছাত্ররাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থীদের চট্টগ্রামে রাতের আঁধারে কলেজ অধ্যক্ষের কক্ষে দুর্বৃত্তের তালা

তিনি বলেন, ‘কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Advertisement

গত ২৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম কলেজের ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েকশ শিক্ষার্থী।

এএজেড/কেএসআর/এএসএম