জাগো জবস

সহকারী শিক্ষক নেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরবিভাগের নাম: সাধারণ, বাংলা ভার্সন

পদের নাম: সহকারী শিক্ষকপদসংখ্যা: ০৩ জনশিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকসহ বিএড/স্নাতকোত্তর ডিগ্রি/সমমান। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে।অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। এছাড়া প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা থাকছে।

আরও পড়ুন পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর ৩৬৯ জনকে নিয়োগ দেবে নির্বাচন কমিশন সচিবালয় বাংলাদেশ ব্যাংকের অধীনে ৭৯ জনের নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বেপজা, এসএসসি পাসেও আবেদন

চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ০১ অক্টোবর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।কর্মস্থল: নীলফামারী (সৈয়দপুর)

Advertisement

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

আবেদন ফি: ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর এর অনুকূলে ৫০০ টাকার এমআইসিআর পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ পাঠাতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ২৬ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০টায় অত্রপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। শিক্ষকের পরীক্ষা ৮ম-১০ম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী হবে। আগামী ২৭ অক্টোবর ২০২৪ তারিখে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ডেমোস্ট্রেশন ক্লাস ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২৪

Advertisement

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ