সারাক্ষণ স্মার্টফোনে কোনো না কোনো কাজ করছেন। কখনো সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছে, কখনোবা অনলাইন গেমে হারিয়ে গেছেন। আবার অনেকে গল্প-উপন্যাস পড়েন ফোনের পিডিএফ থেকে। কারও আবার ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন সিরিজ দেখে সময় কাটে।
Advertisement
এতকিছুর মাঝে স্মার্টফোন চার্জ দিতে হয় সময়মতো। স্মার্টফোনের প্রাণ সচল রাখতে চার্জারের বিকল্প নেই। দেখা যায়, ফোনে কোনো মিটিংয়ে জয়েন করেছেন সেই মুহূর্তে চার্জ না থাকায় ঝামেলায় পড়তে হচ্ছে। যার সমাধান দেবে ফোনের চার্জার। তবে জানেন কি, আপনার ব্যবহারের ভুলেই নষ্ট হতে পারে ফোনের চার্জার। এমনকি বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে।
ফোনের চার্জার বিস্ফোরণের কারণ হতে পারে কয়েকটি ভুল- আরও পড়ুনগুগল শিটে ছবি বা লোগো যুক্ত করবেন যেভাবেঅরিজিনাল চার্জার ব্যবহার না করানকল বা অকার্যকর চার্জার ব্যবহার করলে অতিরিক্ত তাপ সৃষ্টি হতে পারে।
সার্কিট ওভারলোডএকই সার্কিটে অনেক ডিভাইস চার্জ দিলে তা অতিরিক্ত লোড সৃষ্টি করতে পারে।
Advertisement
পানির সংস্পর্শে আসাচার্জার বা ফোনে পানি লাগলে শর্ট সার্কিট হতে পারে।
চার্জিং পোর্টের অকার্যকর অবস্থাময়লা বা ক্ষতির কারণে সংযোগে সমস্যা হলে শর্ট সার্কিট ঘটতে পারে।
দীর্ঘ সময় ধরে চার্জে রাখাঅতিরিক্ত সময় ধরে চার্জে রাখলে ব্যাটারি ও চার্জার উভয়েই সমস্যা হতে পারে।
তাপমাত্রার পরিবর্তনঅত্যাধিক গরম বা ঠান্ডা পরিবেশে চার্জ করা ক্ষতিকর হতে পারে।
Advertisement
কেএসকে/জেআইএম