চলতি সেপ্টেম্বর মাসে ঢাকাসহ বিভিন্ন জেলার ৫০টি মাজারে হামলা হয়েছে। এসব হামলায় ১ জন নিহত ও ৪৩ জন আহত হলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
Advertisement
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এমএসএফ প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে। দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৫৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৪৪ জন। আগস্ট মাসে নারী ও শিশু সহিংসতার ঘটনা ঘটেছে ১৩৮টি। সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২০৮টিতে।
সেপ্টেম্বর মাসে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ১০টি যেখানে ২৬টি বাড়ি ভাঙচুর হয়েছে।
Advertisement
আরও পড়ুন: মাজারে হামলা বন্ধের দায়িত্ব আমার: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ মাসে ৪৯টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। ২৭ জন সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। সাইবার নিরাপত্তা আইনের ৬ মামলায় গ্রেফতার হয়েছেন ৩ জন। রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৫ জনের, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জীবন হারিয়েছেন আরও ৩ জন।
সেপ্টেম্বর মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার অভিযোগে ২৩৮টি মামলা হয়েছে।
এসএম/এমএইচআর
Advertisement