সরকার পতনের পর বিসিএসসহ সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ রেখেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কমিশন।
Advertisement
সার্বিক পরিস্থিতিতে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি রেওয়াজ অনুযায়ী- আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে পিএসসি চেয়ারম্যানের আশা, সবকিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়েই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
জানা গেছে, চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে পিএসসিতে গতি ফেরাতে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত নীতিনির্ধারণী পর্যায়ের সভা করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। সেখানে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির কাজ নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আমরা প্রস্তুত আছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জেনেছি। সেজন্য সম্প্রতি তারা একটি সভাও করেছেন। যদি মন্ত্রণালয় থেকে ঠিক সময়ে চাহিদাপত্র পাই, তাহলে ৩০ নভেম্বরেই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
Advertisement
এএএইচ/এমএএইচ/এএসএম