খেলাধুলা

চমক রেখে বাংলাদেশ সফরের টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে তিন স্পিনার দিয়ে টেস্ট দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ (সোমবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। দলে নতুন মুখ ম্যাথিউ ব্রিজটকে।

Advertisement

ডানহাতি ব্যাটার ব্রিজটকে দেশের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে এবারই প্রথম। আবারও দলে ডাক পেয়েছেন ৩ টেস্ট খেলা ব্যাটার কাম স্পিনার সেনুরান মুথুসামি। বাকি দুই স্পিনার হলেন ড্যান পিট আর কেশভ মহারাজ।

তিন স্পিনারের সঙ্গে থাকছে দক্ষিণ আফ্রিকার সমীহ জাগানো পেস আক্রমণ। যেখানে আছেন কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার, ডেন পেটারসন এবং অলরাউন্ডার উইয়ান মুল্ডার।

দলে নেই পেসার লুঙ্গি এনগিদি। তাকে কি ফিটনেসের কারণে নাকি ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে, সেটা পরিষ্কার করেনি প্রোটিয়া বোর্ড।

Advertisement

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর থেকে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর তারিখ ২৯ অক্টোবর। এই ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডটেম্বা বাভুমা (অধিনায়ক), ডেবিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ড্যান পেটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), কাইল ভেরেন (উইকেটরক্ষক)।

এমএমআর/এএসএম

Advertisement