আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের আন্দোলন: রাজনৈতিক অশান্তির অভিযোগ মমতার

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চা শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রোববার (২৯ সেপ্টেম্বর) শিলিগুড়িতে বন্যা পরিস্থিতি দেখতে গেলে তার সফরের সময়ই চা শ্রমিকদের সংগঠনগুলো ধর্মঘটে নামে। সোমবার থেকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল কার্যত স্তব্ধ হয়ে যায়।

Advertisement

কলকাতায় ফেরার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কোনো বনধ হচ্ছে না, পশ্চিমবঙ্গে বনধ হয় না। এটি রাজনৈতিকভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা।

আরও পড়ুন>>

টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হলো পানি গজলডোবা বাঁধ দিয়ে পানি ছেড়েছে ভারত, বাংলাদেশে কী প্রভাব পড়বে? পশ্চিমবঙ্গে বন্যা, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন মমতা

তিনি স্পষ্ট করে জানান, আমি কোনো বনধ সমর্থন করি না। চা শ্রমিকদের বোনাস নিয়ে আলোচনা চলছে, লেবার কমিশন বিষয়টি দেখছে।

Advertisement

মমতা আরও বলেন, কেউ কেউ রাজনৈতিকভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এই বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না বলে পরিস্কার জানিয়েছেন।

দুর্গাপূজার আগে প্রায় আট বছর পর পাহাড়ে এ ধরনের থমথমে পরিস্থিতি দেখা দিয়েছে।

তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তাকে কটাক্ষ করে বলেন, চা মালিকেরা মুখ্যমন্ত্রীর ভালো বন্ধু। তাই তিনি শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিচ্ছেন না।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের দাবিগুলো প্রাসঙ্গিক, তবে সরকার মালিকপক্ষের হয়ে দালালি করছে।

Advertisement

চা শ্রমিকদের আন্দোলন ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে চিন্তিত স্থানীয় মানুষ।

ডিডি/কেএএ/