সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব।
Advertisement
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকা থেকে স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের আটক করা হয়েছে। তারা কয়েকদিন ধরে গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জাগো নিউজকে জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি জান্নাত আরা হেনরিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার স্বামী লাবু তালুকদারকেও গ্রেফতার করা হয়।
টিটি/ওমর ফারুক নাঈম/এসআর/এমএস