জাতীয়

নৌপরিবহন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব

নৌপরিবহন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব

নৌপরিবহন মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

Advertisement

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ কে এম মতিউর রহমান।

মতিউর রহমানকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

Advertisement

এর আগে গত ২ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখকেও আজ ওএসডি করা হয়েছে।

আরএমএম/এমআইএইচএস/এএসএম

Advertisement