ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে বেশ ভালো অবস্থানেই রয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৯ ম্যাচের ছয়টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ খানের দল। নিজের খারাপ ফর্মকে পেছনে ফেলে শেষ ম্যাচে কলকাতার হয়ে নিজেকে ফিরে পেয়েছেন সাকিব। দলে রয়েছে অভিজ্ঞ কোচিং স্টাফও। ওয়াসিম আকরাম রয়েছেন বোলিং কোচের দায়িত্বে। এবার উইকেটের পেছনেও একজন দক্ষ কোচ খুজতেছিল গম্ভীরের কলকাতা। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার মার্ক বাউচারকে উইকেটরক্ষক কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কেকেআর।সাবেক এই দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক এর আগে কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছিলেন। ২০১২ সালে ৩৯ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে চোখে আঘাত পেয়ে ক্রিকেটকে বিদায় জানান তিনি। ৯৯৮টি ডিসমিসালের মালিক মার্ক বাউচারকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেট রক্ষক হিসেবে ধরা হয়। কেকেআরের উইকেটের পেছনে দায়িত্ব পালন করছেন ভারতীয় রবিন উত্থাপা। যদিও উত্থাপা ছাড়াও রয়েছেন শেল্ডন জ্যাকসন। তবুও এই জায়গাটাকে আরো জোর দিতে ভালো একজন উইকেটরক্ষক কোচের সন্ধানে বেশ কয়েকদিন চিরুনি অভিযান চালায় কেকেআর কর্তৃপক্ষ। সেটাতে তারা সফলও হয়েছে। আইপিএলে প্রথম রাউন্ডে এখনো কেকেআরের বাকি রয়েছে ৫টি ম্যাচ। সেই ম্যাচগুলোতে কোচের ভূমিকায় মাঠে দেখা যেতে পারে বর্ষীয়ান এই প্রোটিয়া উইকেটরক্ষককে। আরআর/এবিএস
Advertisement