সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে একমাত্র গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে রিয়াল-ম্যানসিটির মাঝে এই একটি মাত্র গোলই হয়েছে। তাও আত্মঘাতি হিসেবে। গ্যারেথ বেলের দুর্দান্ত শট ফেরাতে গিয়ে গতি পরিবর্তন করে নিজেদের জালেই বল প্রবেশ করিয়ে দেন সিটির মিডফিল্ডার ফার্নান্দো। এ কারণে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, ভাগ্যের জোরেই জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছেন, ভাগ্যের জোরে নয়, যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল জিতে ফাইনালে গিয়েছে রিয়াল। তিনি বলেন, ‘এটা ঠিক যে, এই ম্যাচটা ছিল খুবই কঠিন। তবে আমার বিশ্বাস, সিটির চেয়ে আমরাই ভালো খেলেছি। আমরা অনেক সুযোগ তৈরী করেছি এবং তাদের চেয়ে ভালো খেলেছি।’একটি গোল হয়ে যাওয়ার পর সিটি যে চাপ তৈরী করতে পারে সেটা জানা ছিল রিয়ালের। সে কথাই মনে করিয়ে দিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘আমরা জানতাম, প্রথম গোল হয়ে যাওয়ার পর সিটি অনেক বেশি চাপ সৃষ্টি করবে। তবে ম্যাচটা আমরাই নিয়ন্ত্রনে রেখেছিলাম। ১-০ খুবই ছোট ফলাফল। তবে যে ফাইনালে যেতে পেরেছি, সে জন্যই আমরা খুশি।’ইনজুরি নিয়ে বেশ সমস্যায় রয়েছেন রোনালদো। কোচ জিদান কী তাকে ফিরতি লেগে পাবেন? এমনই এক চিন্তা ছিল সবার মনে। তবে সব কাটিয়ে ফিরেছেন তিনি। এ কারণেই রোনালদো বলেন, ‘আমি ভালো আছি। তবে গত ১৫দিন ভালো ছিলাম না। নিজের মধ্যেই অস্বস্তি তৈরী হচ্ছিল। তবে আজ (বুধবার রাতে) খেলতে পেরেছি। সবাই আমাকে নিয়ে চিন্তায় ছিল। তবে কেন জানি বুছি না যে মানুষ ভুলে যায়, ইনজুরি থেকে সেরে উঠতে কিছু সময় প্রয়োজন হয়।’আইএইচএস/এবিএস
Advertisement