ক্যাম্পাস

১৫ জুলাই-৫ আগস্ট সহিংসতায় জড়িতদের চিহ্নিতে সত্যানুসন্ধান কমিটি

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

রোববার (২৯ সেপ্টেম্বর) এ কমিটি গঠন করা হয়েছে বলে ঢাবির রেজিস্ট্রার দপ্তরের একটি চিঠি থেকে জানা গেছে।

এতে বলা হয়, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিনকে। সদস্য হিসেবে আছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া। আর সদস্য সচিব হিসেবে আছেন ঢাবির ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)।

Advertisement

এই কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এমএইচএ/এসএনআর/জিকেএস