আইন-আদালত

বিতর্কিত রায়ে বাবার ফাঁসি, সত্য বের করবো: ফজলুল কাদের চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে রিভিউ আবেদন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে।

Advertisement

যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ) জাগো নিউজকে বলেন, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে ফাঁসি কার্যকরের বিরুদ্ধে আবেদন করবো।

তিনি আরও বলেন, ফাঁসির রায় ও দণ্ড নিয়ে আমরা অবশ্যই আইনগত রিভিউতে যাবো। এটার যে সত্য, সেই কথাটা বের হয়ে যেন আসে।

Advertisement

আরও পড়ুন ভোটে নেই সাকা পরিবার!  সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী-ছেলেকে আত্মসমর্পণের নির্দেশ 

ফাইয়াজ বলেন, আমরা নিজেরা কাজ শুরু করেছি। সরকারের সঙ্গেও বসবো। একটা সিদ্ধান্তে যাবো, কীভাবে করলে ভালো হয়। আমরা লিগ্যাল ওয়েতে যা কিছু করার করবো।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা হবে কি না, জানতে চাইল তিনি বলেন, এখনো ঠিক করিনি। করা হলে আপনারা জানতে পারবেন।

২০১৫ সালের ২২ নভেম্বর রাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মত্যুদণ্ড কার্যকর হয়। একই দিনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়।

এফএইচ/এমএইচআর/জিকেএস

Advertisement