গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে চিকিৎসার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।ওই কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বেলা সাড়ে ১১টার দিকে এমএ মান্নানকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে পাঠানো হয়। তিনি ডায়াবেটিস, কিডনী ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন।এরআগে, বুধবার গাজীপুরের দুইটি পৃথক আদালত দুটি নাশকতার মামলায় এম এ মান্নানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় এমএ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। এদিকে একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) পৃথক দুটি মামলায় পরে তাকে গ্রেফতার করা হয়।এরআগে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি মেয়র এমএ মান্নানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালত কতৃর্ক অভিযোগপত্র গৃহিত হলে ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেন। গ্রেফতারের পর থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ। এদিকে গত ২ মার্চ অধ্যাপক মান্নান জামিনে মুক্তি পান। অধ্যাপক এমএ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ১১ এপ্রিল ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পরে ১৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ সুপ্রীম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন। এদিকে অপর একটি মামলায় আদালত কতৃর্ক অভিযোগপত্র গৃহিত হলে ১৯ এপ্রিল ফের তাক বরখাস্ত করা হয়।আমিনুল ইসলাম/এফএ/আরআইপি
Advertisement