বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের দেওয়া বক্তব্যের বিপরীতে নিজ দলের নেতাকর্মীদের কোনো ধরনের প্রতিক্রিয়া না জানানোর আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম।
Advertisement
রোববার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি সবার প্রতি এই আহ্বান জানান।
তিনি বলেন, সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন। আমরা আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন>>>ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন: শিবির সেক্রেটারিব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদের নির্মূল। তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহ আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তাওফিক দান করুন।
Advertisement
এএএম/এসআইটি/জেআইএম