খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই সিরিজ খেলবে স্বাগতিকরা।

Advertisement

দলে জায়গা পেয়েছেন আইপিএলের গেল আসর কাঁপানো লখনৌ সুপার জায়ান্টের পেস সেনসেশন মায়াঙ্ক যাদব। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে গোয়ালিয়রে ভারতের জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

এছাড়া অনেক দিন পর দলে ফিরেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। ৩৩ বছর বয়সী স্পিনার এখন পর্যন্ত ভারতের হয়ে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন। আইপিএলের গেল আসরে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন তিনি।

দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যটার জিতেশ শর্মাও। তবে যেহেতু নিয়মিত উইকেটরক্ষক সঞ্জু স্যামসন স্কোয়াডে আছেন, তাই জিতেশের খেলার সুযোগ কমই।

Advertisement

এছাড়া বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে অভিষেক হতে পারে পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানার।

জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ না থাকায় ভারতের পেস ইউনিটের নেতৃত্ব দেবেন অর্শদিপ সিং।

ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ৯ অক্টোরব নয়াদিল্লিতে। শেষ ম্যাচটি হবে ১২ অক্টোবর হায়দরাবাদে।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড:

Advertisement

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হার্শিত রানা, মায়াঙ্ক যাদব।

এমএইচ/এমএস