অর্থনীতি

অফডকের ৩৮ পণ্য চট্টগ্রাম বন্দরে খালাসের অনুমতি

বন্দরের কনটেইনার জট কমাতে বেসরকারি ডিপোতে খালাসযোগ্য ৩৮ ধরনের পণ্য বন্দর অভ্যন্তর থেকে খালাসের অনুমতি দিয়েছে কাস্টমস। চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে কাস্টমস এ অনুমতি দেয়।

Advertisement

গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার এ কে এম খায়রুল বাসার এক চিঠিতে অফডকগামী ৩৮ ধরনের পণ্য ডিপোর পাশাপাশি বন্দর অভ্যন্তর থেকে খালাসের অনুমতি দেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত আমদানিকারকরা এ সুবিধা পাবেন বলে ওই চিঠিতে জানানো হয়।

আরও পড়ুন

৯ ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিত করলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিন্ডিকেটমুক্ত লাইটারেজ পরিবহন, কমছে উৎপাদন খরচ-পণ্যের দাম

কাস্টমসের বর্তমান নির্দেশনা অনুযায়ী, ২০০৬, ২০১০, ২০১২ এবং ২০১৫ সালের পৃথক ৪টি এসআরও মূলে অফডক থেকে ৩৮ ধরনের পণ্য খালাস নেন আমদানিকারকরা।

Advertisement

এসব পণ্য হলো- চাল, মসুর ডাল, গম, ছোলা, সরিষা, পশুখাদ্য, কাঁচা তুলা, ওয়েস্ট পেপার, স্ক্র্যাপ, আদা, পেঁয়াজ, রসুন, সার, হার্ড কোক, কার্বন ব্ল্যাক, মার্বেল চিপস, বল ক্লে, সোডা অ্যাশ, পিভিসি রেজিন, স্টাপল ফাইবার, খেজুর, চিনি, বিটুমিন, বেভারেজের খালি ক্যান, মার্বেল পাথর, সোডিয়াম সালফেট, গ্লোবার সল্ট, উড পাল্প, রাউন্ড লগ, সয়াবিন মিল এক্সট্রাকশন, ডিডিজিএস, রাইচ বিন, কর্ন গ্লাটার মিল, রেপ সিড এক্সট্রাকশন, পাম ক্যামেলস, মাইজ, সয়াবিন এবং কার্বন ব্লক।

এমডিআইএইচ/কেএসআর/এমএস