খেলাধুলা

গা গরমের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে দুটি গা গরমের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের কাছে ৩৩ রানে হেরে গেছে বাংলাদেশ।

Advertisement

গতকাল শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান তুলতে পারে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে ৩৯ বলে ৪৩ রান করেন হাসিনি পেরেরা। নিলাকশিকা সিলভা করেন ২৩ বলে ৩০ রান। ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন হার্শিতা সামারাবিক্রমা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন স্বর্ণা আক্তার।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর একাই লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি।

Advertisement

জ্যোতি অবশ্য এই লড়াইটাও করতে পারতেন না, যদি ১১ নম্বরে ব্যাটিংয়ে নামা দিশা বিশ্বাস তাকে সঙ্গ না দিতেন। দশম উইকেটে দিশার সঙ্গে ৪০ রানের জুটি করেন জ্যোতি। ইনিংসের শেষ বলে আউট হন দিশা। ১৬ বলে ২৫ রান করেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সাগানদিতা কুমারি।

এমএইচ/এমএস

Advertisement