হারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ক্রুড অয়েলের উৎপাদন কমেছে ২৪ শতাংশ। তাছাড়া প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমেছে ১৮ শতাংশ। ইউএস ব্যুরো অব সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট এ তথ্য জানিয়েছে।
Advertisement
বুধবার উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর টানা দুই দিনের মতো তেল ও গ্যাসের উৎপাদন কমে যায়।
ব্যুরো জানিয়েছে, জ্বালানি উৎপাদনকারীরা প্রতিদিন চার লাখ ২৭ হাজার ব্যারেল তেল ও প্রায় ৩৪৩ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে।
ফেডারেল পরিসংখ্যানে দেখা গেছে, অভ্যন্তরীণ তেলের ১৫ শতাংশ ও গ্যাসের ২ শতাংশই আসে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগর থেকে।
Advertisement
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এতে সেখানের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নৌকা, হেলিকপ্টার ও বড় গাড়ির সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে শক্তিশালী হারিকেন হেলেন। এরপর এটি জর্জিয়া ও ক্যারোলিনার দিকে চলে যায়। গত বৃহস্পতিবার হ্যালেন ফ্লোরিডায় প্রথম আঘাত হানে।
বীমাকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
সূত্র: রয়টার্স
Advertisement
এমএসএম