আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তুরিন আফরোজ বলেছেন, “নিজামী সাহেব ছিলেন আল বদর নেতা। তিনি এ জাতিকে মেধাশূন্য করার কৌশল হাতে নিয়েছিলেন। দীর্ঘ দিন পর তার ফাঁসির রায়ে এ জাতি কলঙ্কমুক্ত হলো।”বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপলি বিভাগ। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তুরিন আফরোজ বলেন, নিজামী আল বদর বাহিনীর নেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন। এ দেশকে নেতৃত্ব ও মেধাশূন্য করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন তিনি। একই অপরাধে মুজাহিদের ফাঁসি হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালত নিজামীরও ফাঁসির রায় বহাল রাখলো। এ রায়ের মাধ্যমে আদালত যেমন নিরপেক্ষতার প্রমাণ করেছে তেমনি বিচারহীনতার সংস্কৃতির বাইরে মানুষের মধ্যে বিচার নিয়ে আস্থাস ফিরে আসবে বলে জানান এ আইনজীবী। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন। ফলে নিজামীর বিরুদ্ধে আপিল বিভাগের ফাঁসির আদেশ বহাল রইলো।জেইউ/আরএস/আরআইপি
Advertisement