খেলাধুলা

ফের জয়সুরিয়ার ঘূর্ণিজাদু, ৮৮ রানে গুটিয়ে ফলোঅনে নিউজিল্যান্ড

ক্যারিয়ারের শুরু থেকেই শ্রীলঙ্কার স্পিন আক্রমণের অন্যতম ভরসা প্রভাত জয়সুরিয়া। বাঁহাতি এই স্পিনারের দুর্দান্ত ফর্ম ছুটছেই। কিউইদের বিপক্ষে আগের টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫টি।

Advertisement

এবার প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে কিউইদের ধসিয়ে দিলেন এই ঘূর্ণি জাদুকর। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫ উইকেটে ৬০২ রানের পাহাড়ের জবাবে ৮৮ রানেই গুটিয়ে গেলো কিউইরা।

গলে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫১৪ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা ফলোঅন করিয়েছে নিউজিল্যান্ডকে। অর্থাৎ দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামবে কিউইরা।

কিউইদের ধসে পড়া ইনিংসে সর্বোচ্চ লড়াই এসেছে নয় নম্বর ব্যাটার মিচেল স্যান্টনারের কাছ থেকে। ২৯ রান করেন তিনি। টপঅর্ডারের চার ব্যাটারের কেউই দুই অংক ছুঁতে পারেননি।

Advertisement

প্রভাত জয়সুরিয়া ৪২ রান খরচায় নিয়েছেন ৬টি উইকেট। অভিষিক্ত অফস্পিনার নিশান পেইরিস ৩৩ রানে শিকার করেন ৩ উইকেট।

এমএমআর/এএসএম