বিবিধ

তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এর আগে ১৮ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি ও সাধারণ সম্পাদক হিসেবে তানজিদ শুভ্রকে মনোনীত করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. জুবাইল আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক তামান্না আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আল মুনতাছির, অর্থ সম্পাদক হুমাইরা খানম জেরীন, দপ্তর সম্পাদক সফিউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তপন কুমার ঘোষ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু ছাকিব মো. নাজমুল হক, প্রচার সম্পাদক সাদিয়া আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম রাহমান জিকু, সম্পাদকীয় পর্ষদ সদস্য ভূঁইয়া শফি ও মো. আরিফুল ইসলাম আকাশ, কার্যনির্বাহী সদস্য মেহেরাব হোসেন রিফাত ও বাঁধন বৈষ্ণব।

আরও পড়ুন শহীদ মিনারে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা  ‘আদিবাসীদের কর্ম ও সংস্কৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে’ 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি বলেন, ‘সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধা, মনন ও শক্তিকে কাজে লাগিয়ে লেখালিখির চর্চাকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’

Advertisement

সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা সারাদেশে ছড়িয়ে আছেন। সবাইকে সঙ্গে নিয়ে লেখালিখিসহ অন্যান্য কার্যক্রম ও আরোপিত দায়িত্ব পালনই হবে আমাদের লক্ষ্য।’

এসইউ/জিকেএস